কাল থেকে ঠাকুরগাঁওয়ে ৭ দিনের লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৩ জুন ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঠাকুরগাঁওয়ে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ জুন) থেকে এই লকডাউন কার্যকর হবে।

বুধবার (২৩ জুন) দুপুরে করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান একসভায় এ ঘোষণা দেন।

সেখানে বলা হয়, বৃহস্পতিবার থেকে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি খাবার ও ওষুধের দোকান ছাড়া দোকানপাট ও শপিংমলও বন্ধ থাকবে বলে সভায় জানানো হয়।

এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১৪৪টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত বছরের ১১ এপ্রিল ঠাকুরগাঁওয়ে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়। জেলায় এ পর্যন্ত দুই হাজার ৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন এক হাজার ৬৫০ জন।

তানভীর হাসান তানু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।