নাটোরে ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৪ জুন ২০২১
ফাইল ছবি

নাটোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১৭৬ জনের র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৬০ জনের ও জিন এক্সপার্ট টেস্টে ১৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া আরপিটিসিতে ৯৫ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩০ দশমিক ৩২ শতাংশ।

এদিকে এ নিয়ে নাটোরে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৭ জন ও মৃত্যু হয়েছে ৪৫ জনের।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নাটোরের আটটি পৌরসভায় বুধবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।