নাটোরে একদিনে আরও ৭৮ জনের করোনা শনাক্ত, মৃত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৫ জুন ২০২১
ফাইল ছবি

নাটোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তারা দুজনই নাটোরের বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (২৫ জুন) সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ২১৪ জনের র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৫৫ জনের ও ৩৪ জনের জিন এক্সপার্ট পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া আরপিটিসিতে ২৭ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৫ দশমিক ৭৪ শতাংশ।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৭১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০১ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ৪৫ জনের।

এর আগেরদিন নাটোরে করোনায় শনাক্ত হয়েছিল ৯৪ জনের। এদিন আক্রান্তের হার ছিল ৩০ দশমিক ৩২ শতাংশ।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নাটোরের আটটি পৌরসভায় ২৩জুন সকাল ৬টা থেকে ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়।

রেজাউল করিম রেজা/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।