নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি শাওন, সম্পাদক সোবায়েল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৬ জুন ২০২১

নেত্রকোনায় রবিউল আওয়াল শাওনকে সভাপতি এবং সোবায়েল আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৬ জুন) বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে ২৪, যুগ্ম সাধারণ সম্পাদক আট ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আটজনের নাম উল্লেখ রয়েছে।
এদিকে, কমিটি ঘোষণার পর নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিকেল ৫টায় জেলা শহরে আনন্দ মিছিল বের হয়। পরে মিষ্টিমুখ করা হয়।

এইচ এম কামাল/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।