কক্সবাজার সৈকতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৭ জুন ২০২১

কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে ইশরাত আবরার (১৬) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রোববার (২৭ জুন) সকাল ৮টায় সৈকতের কবিতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ আবরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে শহরের গোলদিঘির পাড় এলাকার আমান উল্লাহর ছেলে।

কক্সবাজার সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত সি-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান বলেন, সকালে আবরারসহ ১৪ জন বন্ধু সাগরতীরের বালিয়াড়িতে খেলতে আসে। একপর্যায়ে আবরারসহ দুই বন্ধু সৈকতে গোসল করতে নামে। এরমধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়।

পরে সৈকতে দায়িত্ব পালন করা লাইভ গার্ড কর্মীরা আবরারের সহপাঠী কামরুল হাসানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আবরারকে উদ্ধার করা যায়নি।

সায়ীদ আলমগীর/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।