কক্সবাজার সৈকতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:২০ পিএম, ২৮ জুন ২০২১

কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর পয়েন্ট গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর স্কুলছাত্র ইসরার হাসনাইন আবরারের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ জুন) বেলা ১১টায় সৈকতের শৈবাল পয়েন্টে তার মরদেহ ভেসে আসলে তা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক তদন্ত বিপুল চন্দ্র দে।

এর আগে রোববার (২৭ জুন) সকালে সাগরে খেলতে নেমে পানিতে ভেসে যাওয়া বন্ধুকে বাঁচাতে ঝাপিয়ে পড়ে নিজেই নিখোঁজ হয় আবরার।

নিহত আবরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও শহরের গোলদিঘীর পাড় এলাকার আমান উল্লাহের ছেলে।

ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, রোববার সকালে আবরারসহ ১৪ বন্ধু সাগরপাড়ে খেলতে নামে। একপর্যায়ে আবরারসহ দুই বন্ধু সৈকতে গোসল করতে যায়। এসময় স্রোতের টানে আবরারের বন্ধু কামরুল ভেসে যায়। তাকে বাঁচাতে গেলে সেও পানিতে ভেসে যায়।

পরে সৈকতে দায়িত্ব পালন করা লাইফগার্ডের কর্মীরা কামরুলকে উদ্ধার করতে পারলেও আবরারকে খুঁজে পাননি। এরপর সোমবার সকালে সাগরতীরের শৈবাল পয়েন্টে তার মরদেহ ভেসে আসে।

সায়ীদ আলমগীর/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।