জুয়ার আসর থেকে সাবেক ইউপি সদস্যসহ গ্রেফতার ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২৮ জুন ২০২১

নোয়াখালীর চাটখিলে জুয়ার আসর থেকে নোয়াখলা ইউনিয়নের দুই সাবেক ইউপি সদস্যসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৯ হাজার ২২৫ টাকা ও ১১ প্যাকেট তাস জব্দ করা হয়।

সোমবার (২৮ জুন) ভোরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের সাধুরখিলের পাল বাড়ি সংলগ্ন জামাল মিয়ার ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) হাফেজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেন।

jagonews24

গ্রেফতারা হলেন- নোয়াখলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনজুর আলম (৫০) ও জামাল হোসেন (৫২), খিলপাড়ার ইউনিয়নের মৃত মোখলেসুর রহমানের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫), চাঁন মিয়ার ছেলে মো. সোহাগ হোসেন (৩০), মৃত আবু তাহেরের ছেলে মো. মাসুদ আলম (৩৯), মৃত আবুল খায়েরের ছেলে আব্দুল মান্নান (৫০), নোয়াখলা ইউনিয়নের সাধুরখিলের মৃত এমরান মিয়ার ছেলে মো. আমির হোসেন (৩৫) এবং মৃত আব্দুল খালেক ছেলে আবদুর রহিম (৫০)।

সোমবার দুপুরে মামলার পর গ্রেফতারদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।