ফেনীতে তিন মাসে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৮ জুন ২০২১
ফাইল ছবি

ফেনীতে তিন মাসের মধ্যে সোমবার (২৮ জুন) সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। ৩০৮টি নমুনা পরীক্ষায় ১০৯ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এর আগে ৬ এপ্রিল জেলায় ১০৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ।

নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৬১, দাগনভূইয়ায় ১১, সোনাগাজীতে ১২, ছাগলনাইয়ায় ১১, পরশুরামে ১১ ও ফুলগাজীর তিনজন রয়েছেন। এছাড়া বিদেশগামী সাত জনের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত মোট ২৪ হাজার ২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চার হাজার ৩৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। জেলা সিভিল সার্জন সাজ্জাদ হোসেনসহ ৬৮ জন মারা গেছেন।

জেলা সিভিল সার্জন রফিক-উস-ছালেহীন জানান, ফেনীর চার উপজেলায় ভারত সীমান্ত থাকলেও এখন পর্যন্ত ভারতীয় ভ্যারিয়েন্টের কোনো রোগী শনাক্ত হয়নি।

নূর উল্লাহ কায়সার/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।