নেত্রকোনায় নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৯ জুন ২০২১

নেত্রকোনার মদনে নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর রবিন (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।

মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে নয়টার দিকে পরশখিলা গ্রামের মগড়া নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রবিন ওই গ্রামের তাজ্জুত মিয়ার ছেলে। সে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

মদন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, সোমবার দুপুরে নিজ বাড়ির পাশের মগড়া নদীতে বন্ধুদের নিয়ে গোসল করতে যায় রবিন। নদীতে স্রোত বেশি থাকায় পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেন। পরে কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দল এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার অভিযান বন্ধ করেন। মঙ্গলবার সকালে ফের অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।