শরীয়তপুরে আগুনে পুড়ে নিঃস্ব ৮ দোকানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০১:০০ পিএম, ২৯ জুন ২০২১

শরীয়তপুরে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

সোমবার (২৮ জুন) গভীর রাতে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গঙ্গানগর বাজারে এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো- দিদারের পাইকারি ও খুচরা মুদি দোকান, মতিনের ইলেকট্রনিক্স ও বিকাশের দোকান, মান্নান মাদবরের আয়রনের দোকান, খলিল মাদবর, আবু আলিম ও সিদ্দিক ফরাজীর কাঁচামালের দোকান, কালু ভূঁইয়ার মুদি দোকান, শামসুদ্দিনের চায়ের দোকান।

jagonews24

বাজারের ব্যবসায়ীরা জানান, রাত ১২ টার দিকে বাজারের নৈশপ্রহরীরা একটি দোকানে আগুন দেখতে পান। তারা তাৎক্ষণিক বাজারের মসজিদ থেকে আগুন লাগার ঘোষণা দিলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সংবাদ পেয়ে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসেন।

ক্ষতিগ্রস্ত পাইকারি মুদি ব্যবসায়ী দিদার খান বলেন, তার দোকানে থাকা নগদ আড়াই লাখ টাকাসহ মালামালগুলো আগুনে পুড়ে যায়। আটটি দোকানে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

জাজিরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামীম রেজা বলেন, দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে তাদেরকে সহায়তা প্রদান করা হবে।

মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।