ঠাকুরগাঁওয়ে করোনায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৯ জুন ২০২১
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে ১১ জুন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৩ নমুনা পরীক্ষার ফলাফলে ১০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৯৬ জন, বালিয়াডাঙ্গীতে ২০ জন, রানীশংকৈলে ৩৬ জন, হরিপুরে ৯ জন ও পীরগঞ্জে ২২ জন আক্রান্ত হন। যা শনাক্তের হার ৫৬ দশমিক ২৮ শতাংশ।

জেলায় এখন পর্যন্ত ১৩ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষা করে তিন হাজার ১৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১ জনের মৃত্যু হয়েছে।

তানভীর হাসান কানু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।