২৭ বছর বয়সে শুরু, এরপর ৫ বার কাউন্সিলর হন হুমায়ুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১০:৫১ পিএম, ২৯ জুন ২০২১

১৯৯৩ সালে মাত্র ২৭ বছর বয়সে ঝালকাঠি পৌর এলাকার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে কমিশনার নির্বাচিত হন হুমায়ুন কবীর খান। তখন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত ছিল ১টি ওয়ার্ড।

এর পরের নির্বাচন অর্থাৎ ১৯৯৮ সালে ওয়ার্ড বিভক্ত করা হলে ৬ নং ওয়ার্ডের নির্বাচনে অংশ নেন তিনি। তখন নির্বাচনে জয়ী হতে পারেননি। এরপর ২০০২ সালে ৭ নং ওয়ার্ডের কমিশনার পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেন হুমায়ুন।

এভাবে টানা চারবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে ওই ওয়ার্ডে রেকর্ড করেন তিনি। কাউন্সিলর হুমায়ুন কবীরের বয়স এখন ৫৮ বছর।

জনপ্রতিনিধির পাশাপাশি একজন শ্রমিক নেতাও তিনি। রয়েছেন জেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্বে। ঝালকাঠি আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সদস্যও তিনি। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত আছেন তিনি।

এলাকাবাসী জানান, ওয়ার্ডে রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি প্রতিটি মানুষের খোঁজ রাখেন হুমায়ুন কবির। এ জন্য সবার কাছে প্রিয় তিনি।

হুমায়ুন কবির খান বলেন, ‘জনগণের সেবার ব্রত নিয়ে জীবনের প্রথম থেকে কাজ করছি। বর্তমানে প্রতিকূল পরিবেশ থাকলেও জনগণের ভালোবাসা ও ভোটে এবারও বিপুল ভোটে জয়লাভ করি। জনগণের কাছে আমি চিরঋণি।’

আতিকুর রহমান/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।