মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অজ্ঞাত নারীর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ৩০ জুন ২০২১
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রেখে যাওয়া অজ্ঞাত (৫০) এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) রাতে হাসপাতাল থেকে মরদেহটি থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সোয়া ৬টার দিকে কে বা কারা মাথায় আঘাতপ্রাপ্ত অজ্ঞাত পরিচয়ের ওই নারী কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে পুলিশ রাতেই মরদেহটি থানায় নিয়ে যায়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) একরামুল জানান, মারা যাওয়া নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হতে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করছে। পরিচয় না পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হবে।

এস এম এরশাদ/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।