ঠাকুরগাঁওয়ে সরকারি সহযোগিতার দাবিতে আমচাষিদের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ৩০ জুন ২০২১

করোনা পরিস্থিতিতে সরকারি সহযোগিতার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত আম চাষিরা। বুধবার (৩০ জুন) দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আমবাগান সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রায় দুই শতাধিক বাগান মালিকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পীরগঞ্জ উপজেলার আমবাগান সমিতির সভাপতি আবু জাহিদ জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌরসভার মেয়র একরামুল হক, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ আমবাগান সমিতির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে ক্ষতিগ্রস্ত আমচাষিরা সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার দাবি নিয়ে একটি স্মারকলিপি পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিমের কাছে দেন। এসময় তিনি আমচাষিদের এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

তানভীর হাসান তানু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।