মির্জাপুরে পাঁচ ডাকাত রিমান্ডে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর
প্রকাশিত: ০৪:৪৭ এএম, ০১ জুলাই ২০২১
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পাকুল্যা-দেলদুয়ার আঞ্চলিক সড়কের পাকুল্যা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি মিনি ট্রাক, একটি চাকু ও একটি প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হয়।

বুধবার তাদের সাতদিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হলে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার ডাকাত দলের সদস্যরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার মাহমুদপুর বালিয়া পলিপাড়ার সুমন্ত দাস (৩০), একই এলাকার কানাই ভরণী (২৪) ও নিপূ সমন্ত (৩০), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুরের রিয়াদ হোসেন (২৪) ও ফয়সাল আহমেদ (২৭)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে পাকুল্যা-দেলদুয়ার আঞ্চলিক সড়কে ডাকাত দলের ১০-১৫ জন সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় জনতা টের পেয়ে টহল পুলিশে খবর দেয়। পুলিশ ও জনতার উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জনতা ডাকাতদলের পাঁচজনকে ধরে ফেলেও অন্যরা পালিয়ে যায়। পরে জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু বলেন, ডাকাত দলের সদস্যদের নামে মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।

এস এম এরশাদ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।