শেরপুরে বিপৎসীমার ওপরে ভোগাই নদীর পানি
চারদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের মহারশী, চেল্লাখালী, ভোগাই নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়েছে। ইতোমধ্যে ভোগাই নদীর পানি বেড়ে নালিতাবাড়ী পয়েন্টে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর পানির স্রোতে শহররক্ষা বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে প্রবেশ করায় পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার পাঁচ শতাধিক পরিবার।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, শেরপুরের ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৪৪৫ সেন্টিমিটার ও চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন জানিয়েছেন, পানিবন্দি পরিবারের জন্য আজ সকালে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। দ্রুত পানি নেমে গেলে বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই।
ইমরান হাসান রাব্বী/এসআর/জিকেএস