কাশিমপুর কারাগারের প্রধান ফটকে ইয়াবাসহ কারারক্ষী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:২০ এএম, ০২ জুলাই ২০২১

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটে ১৮৭টি ইয়াবা ট্যাবলেটসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। আটক কারারক্ষীর নাম শাহিনুল ইসলাম (২৮)। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কর্মরত শাহিনুলের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার বাধানগর এলাকায়।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে ঢোকার সময় তাকে আটক করা হয়। এ ঘটনায় শাহিনুলের বিরুদ্ধে কোনাবাড়ি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মমিন বলেন, ‘আন্ডারওয়্যারের ভেতর ইয়াবা ট্যাবলেট লুকিয়ে কারাগারের ভেতর ঢুকছিলেন কারারক্ষী শাহিনুল ইসলাম। কারাগারের প্রধান গেটে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশি করে তার কাছ থেকে ১৮৭টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনুল ইসলামকে আটক করে। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।’

মো. আমিনুল ইসলাম/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।