৪ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের প্রাণ নিল করোনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০২ জুলাই ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে চার ঘণ্টার ব্যবধানে বাবা ইয়াকুব আলী (৭০) ও ছেলে আজগর আলীর (৫৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফিরে বাবা ইয়াকুব আলী ও সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজগর আলী মারা যান।

আজগর আলীর খালাতো ভাই ও হরিপুর উপজেলার চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আজগর আলী।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৫ জুন (শুক্রবার) ইয়াকুব আলী জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এসময় তাকে করোনা টেস্টের পরামর্শ দেয়া হয়। পরে স্বজনরা তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করায়। সেখানেই তার করোনা পজিটিভ আসে। পাঁচদিন পর ইয়াকুব আলীর ছেলে আজগর আলীর হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা নেয়া হয়। এসময় তার করোনার পজিটিভ হলে সেই দিন রাতেই তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৫ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭৬ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ৫০৯জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫জন ও মৃত্যু ৮৩ জনের।

মো. তানভীর হাসান তানু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।