ফরিদপুরে করোনায় ৩, উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০২ জুলাই ২০২১
ফাইল ছবি

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বাকি ছয়জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্রবার (২ জুলাই) হাসপাতালের পরিচালক সাইফুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত তিনজনের মধ্যে একজনের বাড়ি ফরিদপুরে। বাকি দুইজন মাগুরা ও রাজবাড়ীর বাসিন্দা।

একই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৮টি নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সে অনুযায়ী জেলায় করোনা শনাক্তের হার ৪৮ দশমিক ৬৭ শতাংশ।

ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ফরিদপুরে ১৩ হাজার ১৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩২ জনের।

হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানান, ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে এখন পর্যন্ত ২২৭ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে করোনায় আক্রান্ত রোগী ১৫৪ জন। বাকিদের উপসর্গ রয়েছে।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।