ফেনী পৌরসভার সাবেক মেয়র নুরুল আফসার আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৩ জুলাই ২০২১

ফেনী পৌরসভার সাবেক মেয়র নুরুল আফসার (৮০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজেউন)। শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, এক যুগেরও বেশি সময় ধরে নুরুল আবসার বার্ধক্যজনিত বিভিন্ন রোগী ভুগছিলেন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও পাইলসের সমস্যা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নুরুল আফসারের ভাতিজা সংগঠক ইয়াছিন আরাফাত রুবেল বলেন, বাদ আসর রামপুর নুরীয়া হাফেজিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এরআগে নুরুল আফসার ২০০২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ফেনী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন।

ফেনী পৌরসভার বর্তমান মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, মেয়র নুরুল আফসার ছিলেন একজন কর্মবীর মানুষ। তিনি পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার আগে ও পরে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন। তার সময়ে ফেনী পৌরসভা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছে।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।