মোবাইলে বিয়ে, ৩ মাস পর প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
মোবাইল ফোনের ভিডিও কলে বিয়ের তিনমাস পর সিঙ্গাপুর প্রবাসী স্বামী দেশে ফেরার আগেই আত্মহত্যা করেছেন স্ত্রী পলি খাতুন (১৮)।
শনিবার (৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্বজনরা জানায়, তিন মাস আগে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউজি ডাঙ্গারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী ফেরদৌস হাসানের সঙ্গে বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামের মো. মোজ্জাম্মেল সেখের মেয়ে পলি খাতুনের বিয়ে হয়। শুক্রবার সন্ধ্যায় প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাতের কোনো এক সময় ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
বহুলী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আওয়াল শেখ বলেন, বিষয়টি জেনে তাৎক্ষণিক পুলিশে খবর দেই। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জিকেএস