মদনে করোনায় প্রাণ গেল দমকল কর্মীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৩ জুলাই ২০২১

নেত্রকোনার মদনে করোনায় আক্রান্ত হয়ে সালেহ আহমেদ (৪০) নামের এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সালেহ আহমেদ মদন উপজেলার মাঘান পূর্বপাড়া গ্রামের সন্তু মিয়ার ছেলে। তিনি ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত ছিলেন।

পারিবার সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে আগে সালেহ আহমেদ জ্বর নিয়ে গ্রামের বাড়িতে আসেন। কয়েক দিন পর সুস্থ হয়ে তিনি চাকরিতে যোগদান করেন। গত বুধবার দুপুরে আবারও জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে ওই দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়।শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মদন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আহমেদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচ এম কামাল/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।