৫ বন্ধু মিলে ইয়াবা সেবন, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০৩ জুলাই ২০২১
ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে পাঁচ বন্ধু মিলে ইয়াবা সেবনের অপরাধে প্রত্যেককে নগদ দুইশ টাকা করে জরিমানা এবং ১৫ দিনের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা তুমলিয়া গ্রামের সিরাজউদ্দিনের ছেলে মাসুম মিয়া (৩০), একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে অন্তর হোসেন (২৩), চুয়ারীয়াখোলা গ্রামের আব্দুল সোবহানের ছেলে হাবিবুর রহমান (৩২), একই গ্রামের কাজী রমিজ উদ্দিনের ছেলে কাজী রকিব হাসান (২৩) বাঙ্গালহাওলা গ্রামের তোমাফাজ্জল হোসেনর ছেলে আরাফাত হোসেন (২৫)।

কালীগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার তুমলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ওই পাঁচযুবককে ইয়াবা সেবন করা অবস্থায় গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে নগদ দুইশ টাকা করে জরিমানা এবং ১৫ দিনের করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহিনা আক্তার।

আব্দুর রহমান আরমান/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।