বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৪ জুলাই ২০২১
ফাইল ছবি

মাদারীপুরের কালকিনিতে নৌকায় করে বাড়ি ফেরার পথে মো. রেজাউল হক সরদার (৩৫) নামের এক শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছেন।

রোববার (৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল লক্ষ্মীপুর এলাকার কোলচরী-সস্তাল গ্রামের আব্দুস ছাত্তার সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রেজাউল সরদার ওই এলাকার একটি বাজার থেকে বৃষ্টির মধ্যে নৌকায় বাড়ি ফিরছিলেন। পথে তার মাথার ওপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে স্বজনরা মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

একেএম নাসির/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।