কুমিল্লায় করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৭৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:৪৯ পিএম, ০৪ জুলাই ২০২১
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৯ জনে।

রোববার (৪ জুলাই) কুমিল্লা জেলা সিভিল সার্জন মো. মোবারক হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৭৪ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭৭জনে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৫ শতাংশ।

এদের মধ্যে ৫৮ জন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মোবারক হোসেন আরও জানান, মৃতদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার একজন, ব্রাহ্মণপাড়ার একজন এবং দাউদকান্দি উপজেলার একজন রয়েছেন।

কুমিল্লা মেডিক্যাল কলেজের পরিচালক মহিউদ্দিন জাগো নিউজকে বলেন, চলতি সপ্তাহে হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের ভিড় বেড়েছে। সবাইকে আরও সচেতন হতে হবে। মাস্কের ব্যবহার বাড়াতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে।

জাহিদ পাটোয়ারী/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।