প্রতারণার মামলায় সাবেক প্রতিমন্ত্রীর চাচাত ভাই গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৫ জুলাই ২০২১
ফাইল ছবি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের চাচাত ভাই আতিকুল ইসলাম বিপুলকে (৪৫) প্রতারণা মামলায় গ্রেফতার করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। সোমবার (৫ জুলাই) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, জেলার মদন উপজেলার বাড়িবাদেরা গ্রামের আতিকুল ইসলাম বিপুল সরকারি অনুমোদন ছাড়াই তেরী বাজার ও পূর্বধলায় এসটিসি ব্যাংক নামে একটি আর্থিক প্রতিষ্ঠান খুলে অধিক মুনাফার লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। তিনি ওই ব্যাংকের মহাপরিচালক। এক পর্যায়ে ব্যাংকের শাখা বন্ধ করে তিনিও তার লোকজন গাঢাকা দেন। এ ব্যাপারে ভুক্তভোগীরা গত বছর নেত্রকোনা মডেল থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন। ওই মামলায় ঢাকা থেকে বিপুলকে গ্রেফতার করে সিআইডি।

নেত্রকোনা সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল বাশার বলেন, সরকারি কোনো অনুমোদন না নিয়েই ব্যাংক খুলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন বিপুল। এ ব্যাপারে প্রতারিত ব্যক্তিরা মামলা করলে তিনি আত্মগোপনে চলে যান। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।