কুমিল্লায় বাড়ছে করোনা সংক্রমণ-মৃত্যু, হাসপাতালে শয্যা সঙ্কট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৫ জুলাই ২০২১

কুমিল্লায় ভয়ংকর রূপ নিয়েছে করোনা। প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। কঠোর বিধিনিষেধ চললেও কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ। করোনা ইউনিটে শয্যা সঙ্কট দেখা দিয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ২৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এর আগে গত ১ জুলাই সর্বোচ্চ ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। একই সময় করোনায় মৃত্যু হয়েছে চারজনের।

সোমবার (৫ জুলাই) বিকালে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৮২ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২৫৯ জনে। আক্রান্তের হার ৪২ দশমিক ১ শতাংশ। এদের মধ্যে ১৩৯ জন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার। বাকি ১৪৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, মৃত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এলাকার তিনজন ও লাকসামের একজন।

কুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রেজাউল করিম বলেন, চলতি সপ্তাহে হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের ভিড় বেড়েছে। হাসপাতালে করোনা রোগীদের জন্য বেড রয়েছে ১৩৬টি। এদিকে এরই মধ্যে দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এ সময়ে আমাদের সবাইকে আরও স্বাস্থ্যসচেতন হতে হবে। এছাড়া মাস্কের ব্যবহার বাড়ানো ও জনসমাগম এড়িয়ে চলতে হবে।

জাহিদ পাটোয়ারী/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।