সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ১৬১ জনের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৬ জুলাই ২০২১

কঠোর লকডাউন অমান্য করে বাইরে ঘোরাফেরা করার দায়ে সিরাজগঞ্জে ১৬১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের নামে ১৪৬টি মামলা দেয়া হয়।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও করোনা সেলের সমন্বয়ক মো. মাসুদুর রহমান।

jagonews24

তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন নিশ্চিতে সোমবার (৫ জুন) সকাল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে ১৪৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলার ১৬১ জনকে ৬৭ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।