বগুড়ায় করোনা ও উপসর্গে ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৬ জুলাই ২০২১
ফাইল ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঁচজন, মোহাম্মদ আলী হাসপাতালে ১১ জন, টিএমএসএস হাসপাতালে দুইজন ও বাকি একজন নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

করোনায় মৃতরা হলেন- গাইবান্ধা জেলার রেহানা (৯০), নওগাঁর মুসলেমা (৪০) ও রহমান সরকার (৬৩), জয়পুরহাটের মোর্শেদা (৪০), তবির (৬৮) ও বাবু (৩৫) এবং বগুড়া শিবগঞ্জের দুলাল (৮৫) ও আজাহার (৫০)। এদের মধ্যে আজাহার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে একই সময়ে ওই তিন হাসপাতালে ১১জন মারা গেছেন। এদের মধ্যে শজিমেকে দুইজন, মোহাম্মদ আলী হাসপাতালে আটজন এবং বাকি একজন টিএমএসএস হাসপাতালে মারা গেছেন।

ডা. মোস্তাফিজুর রহমান বলেন, পিসিআর ল্যাবে ২৮৮ টি নমুনায় ৬৬ জনের, জিন এক্সপার্ট মেশিনে চারটি নমুনায় তিনজন পজিটিভ এবং অ্যান্টিজেন পরীক্ষায় ২৫৯টি নমুনায় ৬০ জনের পজিটিভ এসেছে। এছাড়াও ঢাকায় পাঠানো ২১৭ নমুনার ফলাফলে ৯৩ জন পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৮ টি নমুনায় ১৬জন করোনা পজিটিভ হন।

গত ২৪ ঘণ্টা ৮১০টি নমুনার নতুন আক্রান্ত হয়েছে ২৩৮জন। এর মধ্যে সদরের ১৭৭ জন, শেরপুরে ১১জন, দুপচাঁচিয়ায় ৯ জন, গাবতলীতে সাতজন, কাহালুতে সাতজন, সারিয়াকান্দিতে ছয়জন, ধুনটে ছয়জন, আদমদীঘিতে সাতজন, সোনাতলায় তিনজন, শাজাহানপুরে তিনজন এবং শিবগঞ্জে দুইজন আক্রান্ত হয়েছেন।

বগুড়ায় এ পর্যন্ত ১৪ হাজার ৯৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৮৩ জন। মৃত্যু ৪৩৭ জন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।