অপহৃত অটোরিকশাচালক উদ্ধার, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৬ জুলাই ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জে মহিউদ্দিন হেঞ্জু (৪০) নামে অপহৃত এক সিএনজি অটোরিকশা চালকক উদ্ধার ও এ ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে অভিযুক্তদের বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার।

গ্রেফতার আসামিরা হচ্ছে- বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের আরাফাত ইমন (২১), একই গ্রামের শাহরিয়ার হোসেন শাওন (২০), আমান উল্যাহপুর ইউনিয়নের লাকুড়িয়া গ্রামের শামীম চৌধুরী (২১) ও জীরতলি ইউনিয়নের ফাজিলপুর গ্রামের হৃদয় (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আমিন বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন সিএনজি চালক মহিউদ্দিন হেঞ্জু। পথে মিয়াপুর গোফরান কন্ট্রাক্টর বাড়ির সামনে পৌঁছলে ইমন ও সাগরসহ তাদের সহযোগীরা হেঞ্জুর পথরোধ করে ওই বাড়ির পেছনের পুকুর পাড়ের জঙ্গলে নিয়ে যায়। পরে তারা ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবির টাকা মুক্তিপণ না দিলে হেঞ্জুকে অস্ত্র দিয়ে পুলিশে সোপর্দ ও হত্যার হুমকি দেয়। এছাড়া অভিযুক্তরা হেঞ্জুর ব্যবহৃত মোবাইল থেকে তার ছোট ভাই সুমনকে ফোন করে ৫০ হাজার টাকা নিয়ে আসতে বলে।

র‌্যাব সূত্র জানায়, অপহৃতের ভাই সোমবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে আমিন বাজার এলাকায় র‌্যাবের একটি টহল টিমকে দেখতে পেয়ে বিষয়টি জানান। এরপর সোয়া ৭টার দিকে গোফরান কন্ট্রাক্টর বাড়ির পিছনের জঙ্গলে অভিযান চালিয়ে অপহৃত হেঞ্জুকে উদ্ধার করা হয়। এসময় চার অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও দুইজন জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে।

র‌্যাব-১১ (সিপিসি-৩) লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, গ্রেফতার চারজন আন্তঃজেলা অপহরণ চক্রের সদস্য। তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে স্বীকারোক্তি দিয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় অপহৃত ব্যক্তি বাদী হয়ে ছয়জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

ইকবাল হোসেন মজনু/এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।