নোয়াখালীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:২৭ পিএম, ০৬ জুলাই ২০২১

নোয়াখালীর সদর উপজেলায় তাসলিমা আক্তার (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, পেটের ব্যথায় অসহ্য হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তসলিমা আন্ডারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের জহির উদ্দিনের মেয়ে। মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।

তিনি জানান, গত একমাস আগে লক্ষ্মীপুরের সদর উপজেলার এক ছেলের সঙ্গে পারিবারিকভাবে মেয়েটির বিয়ে হয়। দীর্ঘদিন সে পেটের ব্যথায় ভুগছিল। মঙ্গলবার দুপুরে ব্যথায় অসহ্য হয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে তার বাবার বাড়ির লোকজন জানিয়েছে।

ওসি আরও জানান, মরদেহের ময়না তদন্তের জন্য বুধবার নোয়াখালী জেলা মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।