নিষেধাজ্ঞা অমান্য করে এনায়েতপুরে তাঁতীদের নিয়ে সভা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৭ জুলাই ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে তাঁতীদের নিয়ে সভা করেছেন অনিক হোসেন ফিরোজ নামের এক ব্যবসায়ী।

মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার খুকনীতে অনিক হোসেন ফিরোজের বাড়িতে সভাটি অনুষ্ঠিত হয়। লকডাউনে সভা আয়োজন নিয়ে এলাকায় সমালোচনা ঝড় বইছে।

স্থানীয়রা জানান, চলমান লকডাউনেও তাঁত শিল্প সমৃদ্ধ শাহজাদপুরের এনায়েতপুরসহ আশপাশের এলাকার তাঁতের কারখানাগুলো সচল রয়েছে। তবে সেখানকার উৎপাদিত পণ্য বিক্রি বন্ধ রয়েছে। এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে সভা ডাকেন সেখানকার ব্যবসায়ী ফিরোজ হাজী। মঙ্গলবার সকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তার বাড়িতে উপস্থিত হন ৩০-৪০ জন তাঁতী। এ সময় ফিরোজ হাজীর চাচাতো ভাই সাইফুল ইসলাম, খামার গ্রামের তফাজ্জল হোসেন বাবুলসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন।

সভায় অংশ নেয়া তাঁত ব্যবসায়ী তফাজ্জল হোসেন বাবলু বলেন, লকডাউনে সভা করতে আমিও নিষেধ করেছিলাম। কিন্তু ফিরোজ হাজী তা মানেননি। তবে তার আকুতি-মিনতির কারণেই সেখানে উপস্থিত হয়েছিলাম।

jagonews24

এ বিষয়ে সভার আয়োজক অনিক হোসেন ফিরোজ বলেন, আমি পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েই সভা করেছি। সাংবাদিকদের কাছ থেকে জ্ঞান নিতে হবে না।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ও এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আলী মিয়া বলেন, লকডাউন উপেক্ষা করে এ সভা করা মোটেই ঠিক হয়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়া উচিৎ।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, লকডাউনে সভা-সমাবেশ নিষিদ্ধ। আমরা কেন তাদের সভা করার অনুমতি দেব। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ সামসজ্জোহা বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।