গাজীপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৭ জুলাই ২০২১
ফাইল ছবি

গাজীপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৭ জুলাই) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) কোনাবাড়ি বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার বাইমাইল এলাকার মজিবুর রহমানের ছেলে সামির হোসেন (১৬) ও একই এলাকার ভাড়াটিয়া শহিদুল ইসলামের ছেলে মো. হাসান (১২)।

পুলিশ জানায়, গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকার সামির বড় ভাইয়ের মোটরসাইকেলটি নিয়ে ঘুরতে বের হন। এ সময় তার সঙ্গে ভাড়াটিয়ার ছেলে হাসানও ছিল। পথিমধ্যে বাইমাইল ‘ময়লার পাহাড়’ হিসেবে পরিচিত স্থানে পৌঁছালে পানিতে পিছলে মোটরসাইকেলটি পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত ইমরান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরদিকে নগরীর বাংলাবাজার-মির্জাপুর সড়কে আলম মার্কেটের সামনে ইজিবাইকের চাপায় রাহান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত রাহান বাংলাবাজার এলাকার বেলালের বাড়ির ভাড়াটিয়া রাসেল মিয়ার ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বশির উদ্দিন জানান, রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় গুরুত্বর আহত হয় রাহান। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

আমিনুল ইসলাম/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।