আদমদীঘি থেকে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৭ জুলাই ২০২১
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে এক কিশোরীকে অপহরণের পাঁচমাস পর চট্টগ্রামের পতেঙ্গা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ জুলাই) বেলা ১১ টায় অপহৃত ওই কিশোরীকে আদমদীঘি থানায় আনা হয়। এর আগে মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কমকর্তা ও আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, পতেঙ্গা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, মামলার পাঁচমাস পর চট্টগ্রামের পতেঙ্গা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে আসামিরা জামিনে রয়েছেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।