চায়না জাল তৈরির কারখানা বন্ধ, ৫ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০৭ জুলাই ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে চায়না জাল তৈরির একটি কারখানা বন্ধ ও পাঁচ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে ১০ হাজার জরিমানা করা হয়।

বুধবার (৭ জুলাই) দুপুরে জেলার উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এসব অভিযান চালানো হয়।

jagonews24

উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, হাটিকুমরুল নবরত্মপাড়া গ্রামে কারেন্ট জালের আদলে অবৈধ চায়না জাল তৈরি করে চলনবিল এলাকায় বিক্রি করে আসছিলেন ইশ্বর কুমার নামের এক ব্যক্তি। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করা হয়। এ সময় প্রায় ১১ লাখ টাকার জাল উৎপাদন সামগ্রী জব্দ করা হয় ও পাঁচ লাখ টাকার জাল পুড়িয়ে ফেলা হয়। এছড়া কারখানার মালিক ঈশ্বর কুমারকে জরিমানা করা হয়।

jagonews24

এদিকে বুধবার তাড়াশের বিনসাড়া হাটে আরেকটি অভিযান চালানো হয়।

jagonews24

এ বিষয়ে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ জানান, উপজেলার বিনসাড়া হাটে অবৈধ কারেন্ট জাল বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে কারেন্ট জাল বিক্রেতারা পালিয়ে যান। পরে সেখান থেকে পাঁচ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল স্থানীয়দের সামনেই পুড়িয়ে ফেলা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।