বগুড়ায় পাঁচটি নকল স্বর্ণের মূর্তিসহ গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০৭ জুলাই ২০২১

বগুড়ায় পাঁচটি নকল স্বর্ণের মূর্তিসহ নিতাই মহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৭ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে শহরের সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নিতাই বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া এলাকার মৃত প্রল্লাদ মহন্তের ছেলে।

র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনন জানান, নিতাই দীর্ঘদিন ধরে জনসাধারণকে প্রতারিত করে মূর্তি বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।