বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৭৩টি নমুনার পরীক্ষায় ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী হাসপাতালে একজন, টিএমএসএস হাসপাতালে দুজন ও নিজ বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। একই দিনে উপসর্গ নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনজন, মোহাম্মদ আলী হাসপাতালে পাঁচজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সদরের ১০৬ জন, শেরপুরের ২০ জন, শাজাহানপুরের ১৩ জন, আদমদীঘির ১১ জন, শিবগঞ্জের আটজন, দুপচাঁচিয়ার চারজন, কাহালুর তিনজন, গাবতলীর দুজন, সারিয়াকান্দির দুজন, ধুনটের দুজন এবং সোনাতলার একজন রয়েছেন।
এসজে/এমকেএইচ