টাকা না পেয়ে সড়কের ইট তুলে নিলেন ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৪৪ এএম, ০৯ জুলাই ২০২১

নোয়াখালীর সেনবাগে দাবিকৃত টাকা না পেয়ে সড়কের ইট তুলে নেয়ার অভিযোগ ওঠেছে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুহুল আমিনের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এলজিএসপির অর্থায়নে তিনলাখ টাকা ব্যয়ে কল্যান্দী হাইস্কুল-শাহাজীরহাট দুর্গামন্দির সড়ক থেকে সুবল সাহার বাড়ির দরজায় ৬২০ ফুট ইটের সলিংয়ের কাজ করেন চেয়ারম্যান।

পরে সড়কটির সুবিধাভোগী বাসিন্দাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করলেও স্থানীয়রা ওই টাকা দিতে অস্বীকার করেন। পরে গত কয়েকদিনে চেয়ারম্যান নিজের লোকজন দিয়ে সড়কের অনেকাংশের বসানো ইট তুলে নিয়ে যান।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, সড়কের বরাদ্দপত্র অনুযায়ী ১ নম্বর ইট দিয়ে সড়কের কাজ করার কথা থাকলেও করা হয়েছে নিম্নমানের ইট দিয়ে, তার উপর টাকার দাবিতে ইট তুলে নেয়ায় এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জহির হোসেন বলেন, চেয়ারম্যান তার লোকজন দিয়ে ওই সড়কের প্রায় ১২০ ফুটের ইট তুলে নিয়ে গেছেন। এতে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বলেন, সড়কটি ছয় ফুট চওড়া হওয়ার কথা ছিলো তিনি সাত ফুট চওড়া করছেন। এ জন্য বাড়ির লোকজন অবশিষ্ট বাড়তি অংশের জন্য তাকে ৫০ হাজার টাকা দেবেন বলেছেন। ওই টাকা না দেয়ায় তিনি বাড়তি অংশের ইট তুলে নিয়ে গেছেন বলেও দাবি করেন।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।