ছড়ায় গোসলে নেমে লাশ হয়ে ফিরল শিশু হোসাইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৯ জুলাই ২০২১
ফাইল ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছড়ার পানিতে গোসলে নেমে হোসাইন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ফুফাতো ভাই মোন্নাফ (৫)।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে উপজেলার সরকারটারী (পেলকাটারী) গ্রামে এ ঘটনা ঘটে। হোসাইন একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও মোন্নাফ জুলহকের ছেলে। হোসাইন ও মোন্নাফ সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।

হোসাইনের পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার বিকেলের দিকে হোসাইন ও মোন্নাফ বাড়ির অদূরে সড়কে খেলতে যায়। সবার অজান্তে ওই এলাকার সড়কের পাশের ডাংকার নামক ছড়ায় দুজন গোসলে নেমে গভীর পানিতে তলিয়ে যায়।

পথচারীরা দুজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার করে এবং তাদের পানি থেকে ডাঙায় তোলে। পরে গ্রামবাসীসহ পরিবারের লোকজন এসে দুজনকে মাথায় নিয়ে ঘুরিয়ে পেট থেকে পানি বের করার চেষ্টা করে। এ সময় মোন্নাফ বেঁচে গেলেও মারা যায় হোসাইন।

স্থানীয় নুরু মিয়া জানান, দুজনকে পানিতে ভেসে থাকতে দেখে একই গ্রামের মোজাফ্ফর ও বাচ্চু মিয়া তাদের পানি থেকে উদ্ধার করেন। পরে তাদের পেট থেকে পানি বের করার পর মোন্নাফ বেঁচে ওঠে কিন্তু হোসাইন মারা যায়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।