গোপালগঞ্জে পুলিশের বিনামূল্যে অক্সিজেনসেবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৯ জুলাই ২০২১

গোপালগঞ্জে করোনা পজিটিভ মুমূর্ষু রোগীদের বিনামূল্যে জরুরি অক্সিজেনসেবা কার্যক্রম শুরু করেছে পুলিশ। বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার সকাল ১০টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

এ সময় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার এ এস এম শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশনের পক্ষে পুলিশ সুপার এ এস এম শহিদুল ইসলাম ছয়টি অক্সিজেন সিলিন্ডারসহ মাস্ক, পিপি ও হ্যান্ড-স্যানিটাইজার গোপালগঞ্জ পুলিশ সুপারের হাতে তুলে দেন।

মেহেদী হাসান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।