রোগী দেখতে দেরি, গোপালগঞ্জে দুই ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা
গোপালগঞ্জে রোগী দেখতে দেরি হওয়ায় দুই ইন্টার্ন চিকিৎসকে পিটিয়ে আহত করেছেন স্বজনরা। শুক্রবার (৯ জুলাই) রাতে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শেখ হাসিনা চত্বর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
বিষয়টি নিয়ে জানতে চাইলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জাগো নিউজকে বলেন, গত ৭ জুলাই সদর উপজেলার বাজুনিয়া গ্রামের একটি মারামারি ঘটনায় আমিনুল ইসলাম নামে একজন হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দুপুরে ওই রোগীর স্বজনরা তাকে দেখতে যেতে চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীরকে ডাকেন। কিন্তু আসতে দেরি হলে তার সঙ্গে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা হয়।

রাত ৮টার দিকে চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীর তার সহকর্মী মো. আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে রাতের খাবার খেতে হাসপাতালের শেখ হাসিনা চত্বর এলাকায় আসলে দুপুরের ঘটনার জের ধরে আমিনুল ইসলামের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে বেদম মারধর করেন। এ সময় তাদের চিৎকারে সহকর্মীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ শাখা তীব্র নিন্দা জানিয়েছে।
এদিকে, দুই ইন্টার্ন চিকিৎসকে পিটিয়ে আহত করার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন অন্য রোগীরা।
মেহেদী হাসান/এমআরআর