সাতক্ষীরায় উপসর্গে ১০ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১০ জুলাই ২০২১
ফাইল ছবি

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ছয় নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে মারা গেছেন ১০ জন। জেলায় মোট ১২৯ নমুনা পরীক্ষা করে ৩৭ জন পজিটিভ হয়েছেন। শনাক্তের হার ২৮ দশমিক ৬৪ শতাংশ।

উপসর্গে মারা যাওয়ারা হলেন, কলারোয়ার বালিয়ানপুর গ্রামের যাবেদ আলীর স্ত্রী সরবানু খাতুন (৬০), সদরের সুলতানপুর এলাকার সন্তোষ পালের স্ত্রী নিহার রানী পাল (৬৫), পাটকেলঘাটা থানার চোমরখালী গ্রামের কুতুবউদ্দিনের স্ত্রী জামিলা খাতুন (৫৫), কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের মৃত ছানাউল্লাহর ছেলে আব্দুল খালেক (৩৫), একই গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে আব্দুল করিম (৭২), একই উপজেলার নলতা গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী ছফুরা বেগম (৬০), সদর উপজেলার গড়েরকান্দা গ্রামের মৃত কাঁলাচাদের ছেলে আব্দুল হামিদ (৭০), একই উপজেলার বাঁশদহা গ্রামের আবুল খায়েরের স্ত্রী ফিরোজা খাতুন (৫৫), আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৭০), ও যশোরের কেশবপুরের সন্তোষ কুমার বিশ্বাসের স্ত্রী শান্তনা বিশ্বাস (৩২)।

আহসানুর রহমান রাজীব/ এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।