নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১০ জুলাই ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে আব্দুর রশিদ (৪৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ জুলাই) বিকেলে চন্দনগাতী বাঁশতলা এলাকার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রশিদ চন্দনগাঁতী গ্রামের মৃত রহিম প্রামানিকে ছেলে।

বেলকুচি পৌরসভার ওয়ার্ড কমিশনার ফজলু প্রামানিক জানান, গত ৭ জুলাই সকাল থেকে নিঁখোজ ছিলেন তিনি।পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় সাধারণ ডাইরিও করা হয়। শনিবার বিকেলে স্থানীয়রা রাস্তার পাশের ডোবায় মরদেহ দেখতে পায়। বিষয়টি থানায় জানালে পুলিশ উদ্ধার করে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, রশিদ মানসিক ও মৃগীসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। হঠাৎ করে সে ডোবায় পড়ে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।