আ.লীগ নেত্রী কবিতা করোনায় আক্রান্ত, খোঁজ নিলেন শেখ হাসিনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১১ জুলাই ২০২১

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা করোনা আক্রান্ত হয়েছেন।

রোববার (১১ জুলাই) দুপুর পৌনে ১২টায় ফেসবুক পোস্টে বিষয়টি জানান তার ভাই সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সপ্তম কংগ্রেসের সাবেক আহ্বায়ক চয়ন ইসলাম।

তিনি লেখেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আমার বড় বোন মেরিনা জাহান কবিতা কোভিড পজিটিভ। রোববার সকাল সাড়ে ১০টায় মেরিনা বোনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর ফোনে তিনি আপ্লুত হন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবাই কবিতার রোগমুক্তির জন্য দোয়া করবেন।’

চয়ন ইসলাম আরও লেখেন, ‘গত দুদিন ধরে শরীরে জ্বর ও ঠান্ডা অনুভব করলে তিনি করোনা টেস্ট করান এবং ফলাফল পজিটিভ আসে। মেরিনা জাহান কবিতা ডাক্তারের পরামর্শে বর্তমানে ঢাকার গুলশানের বাসায় আইসোলেশনে রয়েছেন।’

প্রফেসর মেরিনা জাহান কবিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী প্রফেসর ড. মযহারুল ইসলামের মেয়ে। রাজনীতিতে আসার আগে তিনি সরকারি বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।