কুড়িগ্রামে মিলল ২০০ বছরের প্রাচীন গো-মূর্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১১ জুলাই ২০২১

কুড়িগ্রামে মন্দিরের ধ্বংসাবশেষ থেকে পাওয়া ২০ কেজি ওজনের ২০০ বছর পুরোনো একটি প্রাচীন গো-মূর্তি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এটি কষ্টিপাথরের তৈরি।

রোববার (১১ জুলাই) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) সৈয়দা জান্নাত আরা।

jagonews24

এ সময় তিনি বলেন, মূর্তিটি প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে দেখা গেছে এটি কষ্টিপাথরের হওয়ার সম্ভাবনা রয়েছে। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে এটি প্রত্নতাত্বিক বিভাগের হাতে হস্তান্তর করা হবে।

jagonews24

তিনি আরো জানান, নাগেশ্বরী উপজেলার মধ্যসুখাতি বামনটারী এলাকায় পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের মাটি সরানোর সময় মূর্তিটি উদ্ধার করেন স্থানীয় কৃষক শ্রীধর চন্দ্র বর্মন। এরপর এটি তিনি নিজের বাড়িতে রেখে দেন। পরে শনিবার (১০ জুলাই) নাগেশ্বরী থানা পুলিশ তার বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটি প্রায় ২০০ বছরের বেশি পুরোনো হতে পারে।

jagonews24

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাসুদ রানা/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।