খেলতে গিয়ে পিকআপ চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১২ জুলাই ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে খেলার ফাঁকে রাস্তায় উঠে গেলে পিকআপ ভ্যানের চাপায় শানজিদা আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়।

সোমবার (১২ জুলাই) দুপুর ১টায় উপজলোর ১নং বালিথুবা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সকদিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সানজিদা ওই গ্রামের চৈয়াল বাড়ির মাসুদ খানের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সানজিদা নিজের বাড়ির সামনে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে সে পাশের রাস্তার ওপর চলে যায়। এ সময় গাজীপুর থেকে চন্দ্রাগামী লাকড়িবোঝাই একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে সে। এতে মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ফেলেই চালক পালিয়ে যান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে পরিবার থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করার জন্য এডিএম বরাবর আবেদন করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

নজরুল ইসলাম আতিক/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।