রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৩ জুলাই ২০২১

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া (৭৬) বার্ধক্যজনিত কারণে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ ২৬ বছর ধরে রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মরহুমের জানাজার নামাজ আসর নামাজের পরে টেকেরহাট মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ (মাদারীপুর-রাজৈর) আসনের সংসদ সদস্য শাজাহান খান। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ কে এম নাসিরুল হক/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।