সিরাজগঞ্জে করোনায় আরও ৫ জনের মৃত্যু
সিরাজগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুজন মারা যান।
মৃতরা হলেন-পাবনা জেলার তারাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে মেনু শেখ (৭৪), দেবোত্তর গ্রামের অরুণ কুমার সরকারের স্ত্রী তুলি রানী (২০), সাঁথিয়ার চর ধুলাই গ্রামের এম এ আব্দুল মাল আবেদিন (৮৭) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা মহল্লার জাহানারা খাতুন (৬৮) ও শাহজাদপুর উপজেলার রুপবাটি ভাঙ্গাবাড়ি গ্রামের ইউনুস আলী সরদার (৭০)।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের মানবসম্পদ বিভাগের সহকারী ম্যানেজার কৌশিক আহমেদ বিয়য়টি নিশ্চিত করেন।
তারা জানান, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৭২ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের চিকিৎসার আওতায় আনা হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৩১ জন চিকিৎসাধীন রয়েছেন।
ইউসুফ দেওয়ান রাজু/এসআর/জেআইএম