সাতক্ষীরায় করোনায় সাংবাদিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৩ জুলাই ২০২১

সাতক্ষীরায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সদরুল কাদির শাওন (৩৫) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১১টায় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

সদরুল কাদির শাওন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি আলোর যাত্রা নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক ছিলেন।

তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামে। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।