মোংলায় নারী মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৩ জুলাই ২০২১

মোংলায় বেবী বেগম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে সাড়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে পৌর শহরের মুরগি বাজার সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে মাদকসহ ওই নারীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুরগি বাজার এলাকায় অভিযান চালায় নৌবাহিনী, কোস্টগার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশ। এসময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবী বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে আড়াইশ গ্রাম গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন। নগদ টাকা দিতে না পারায় আরও পনের দিনের সাজা বাড়িয়ে সাড়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, এর আগেও গাঁজা ও ইয়াবাসহ একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন মাদক ব্যবসায়ী বেবী। তার বিরুদ্ধে থানায় সাতটি মাদকের মামলা রয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি মাদকসহ তাকে আটক করে জেলহাজতে পাঠায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সেই মামলায় জামিন নিয়ে এসে বেবী আবারো মাদকের কারবার শুরু করেন।

মো. এরশাদ হোসেন রনি/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।